৩৬০০ ইয়াবাসহ কথিত মানবাধিকার কর্মী আটক

মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসায়ী নাছিবুর রহমান নামে একজনকে আটক করেছে র‍্যাব।

- Advertisement -

রোববার (২৩ জানুয়ারি) বাকলিয়া এলাকা থেকে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও এডাপ্টারের ভিতরে করে পাচারের সময় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাবের সদস্যারা।

- Advertisement -google news follower

আটক নাছিবুর রহমান ফরিদপুর জেলার সদর থানার গোয়াল চামুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবছার বলেন, নাছিবুর রহামন মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করত। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্টে গাড়ি তল্লাশি করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এসময় ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -islamibank

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM