চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন।
এদিন করোনায় মৃত্যুবরণ করেছে ২ জন। এদিন মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৮ জনে
বুধবার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৪টি ল্যাবে ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।
বিআইটিআইডিতে ৭০৫ নমুনায় ২৯২ জন, শেভরনে ৬২৩ নমুনায় ১৮২ জন, এন্টিজেন টেস্টে ৪৪২ নমুনায় ১৫৫ জন, ইম্পেরিয়ালে ৪৪০ নমুনায় ১১৪ জন, শাহ আমানত বিমানবন্দরে ৩৭৫ নমুনায় ২১জন, ইপিক হেলথ কেয়ারে ৩৫৯ নমুনায় ২১৩ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২৮ নমুনায় ৮৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৪ নমুনায় ৮৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ২১৩ নমুনায় ১১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৯২ নমুনায় ৩৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬১ নমুনায় ৮৪ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৫০ নমুনায় ৫১ জন, আরটিআরএলে ৩৮ নমুনায় ২১ জন এবং ল্যাবএইডে ৫ নমুনায় ৩ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।
তবে কক্সবাজার মেডিকেল কলেজ এবং মেডিকেল সেন্টার হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
নতুন আক্রান্ত ১ হাজার ৬০ জন মহানগর এলাকার ও ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি