চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সাথে সাথে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন ৪ জন। যা নতুন বছরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এনিয়ে মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৪ জন। এদিকে গত ২৪ঘণ্টায় ১ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৪টি ল্যাবে
৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে শেভরনে ৫৭৬ নমুনায় ১৬৭ জন, বিআইটিআইডিতে ৫৭২ নমুনায় ২৩৫ জন, ইম্পেরিয়ালে ৫২৯ নমুনায় ১৪০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২৭ নমুনায় ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৬ নমুনায় ১৩৮ জন, এন্টিজেন টেস্টে ২৮৮ নমুনায় ৬৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬১ নমুনায় ৭৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ২৩২ নমুনায় ১২৬ জন, স্পেশালাইজড হাসপাতালে ১৯৬ নমুনায় ৪৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১২৮ নমুনায় ৫৭ জন, ইপিক হেলথ কেয়ারে ১০৬ নমুনায় ৫১ জন, এশিয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ নমুনায় ৩০ জন, আরটিআরএলে ২০ নমুনায় ২ জন এবং ল্যাবএইডে ৯ নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।
তবে কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।
নতুন আক্রান্ত ৮৮৭ জন মহানগর এলাকার ও ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জয়নিউজ/হিমেল/পিডি