কক্সবাজারে পেকুয়ায় সড়কের ইট চুরির সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তের হামলায় তিন গ্রাম পুলিশ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজন নারী গ্রাম পুলিশও রয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মগনামা ইউনিয়নে কাজী মার্কেট-মটকাভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মগনামা ইউনিয়ন পরিষদের নারী গ্রাম পুলিশ বুলু আরা বেগম (৩০), গ্রাম পুলিশ মোস্তাক আহমদ ও গ্রাম পুলিশ মোস্তাফা কামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা ইউনিয়নের কাজী মার্কেট-মটকাভাঙ্গা সড়কের ইট চুরি করে নিয়ে যাচ্ছিলেন কোদাইল্যা দিয়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে আবদুল হাকিমের নেতৃত্বে একদল দুর্বৃ্ত্ত। ইট চুরির সংবাদ পেয়ে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ইউনুচ চৌধুরী পরিষদ থেকে কয়েকজন গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। এসময় আবদুল হাকিম স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আবদুল হাকিমের নেতৃত্বে আরিফ, আবদুল মান্নানসহ একদল সন্ত্রাসী গ্রাম পুলিশের উপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুচ চৌধুরী বলেন, সড়কের ইট চুরি বাধা দিতে গিয়ে ৩ গ্রাম পুলিশ সন্ত্রাসী হামলায় আহত হয়েছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, মগনামায় সড়কের ইট চুরি নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জয়নিউজ/গিয়াস/পিডি