নিরাপত্তাকর্মীকে কুপিয়ে স্ক্র্যাপ লোহা ছিনতাই, ৬ ডাকাত গ্রেফতার

নগরের সদরঘাট এলাকা থেকে জিপিএইচ ইস্পাতের ছিনতাই হওয়া ২০০ কেজি স্ক্র্যাপ লোহা উদ্ধার করেছে পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত ৬ ডাকাতকে গ্রেফতারও করা হয়।

- Advertisement -

গ্রেফতাররা হলো- তোরাব ফকির (২৮), নূর নবী সাকিব (২২), মো. রাতুল (১৯), মো. পারভেজ (২২), মো. ইমন (১৯) ও মো. শাকিল (১৯)

- Advertisement -google news follower

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো, জসিম উদ্দিন জানান, গত পহেলা জানুয়ারি দুপুরে তিনটি ট্রাকে করে জিপিএইচ ইস্পাতের ৬০ টন স্ক্র্যাপ লোহা সীতাকুণ্ড যাচ্ছিল। পথে সদরঘাটের স্ট্যান্ড রোডের নারকেল তলা এলাকায় আসামিরা গাড়িগুলোর গতিরোধ করে। একপর্যায়ে ছুরি দিয়ে কোম্পানির দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে ৪০০ কেজি স্ক্র্যাপ লোহা নিয়ে পালিয়ে যায়।

অভিযোগ পেয়ে থানার দুইটি টিম অভিযানে নামে। অভিযানে ৬ ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত ২০০ কেজি স্ক্র্যাপ লোহা ও ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ছোরা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মোজাহিদুল ইসলাম ও সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM