চট্টগ্রামের বন্দর এলাকার একটি ঔষুদের দোকানে অভিযান চালিয়ে মো. জালাল হোসেন (৩৪) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩১ জানয়ারি) সন্ধ্যায় কলসী দিঘীর পূর্বপাড়ের আর কে ড্রাগ হাউস নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর কে ড্রাগ হাউস নামে একটি দোকানে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার মো. জালাল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাক্তারির কাজে ব্যবহৃত নকল প্যাড ও চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, সে দীর্ঘ ৭ বছর ধরে এমবিবিএস পাস ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে আসছিল। অথেচ তার পড়াশোনা এসএসসি পর্যন্ত। তার বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে।
জয়নিউজ/হিমেল/পিডি