ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। তবে প্যারাগুয়ের বিপক্ষে সেটির শোধ নিল যেন তিতের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন ব্রাজিল। এবারের হারে কাতার বিশ্বকাপে খেলার সব আশা শেষ হয়ে গেল প্যারাগুয়ের।
ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো ব্রাজিল। প্যারাগুয়ের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে রাফিনহার শট প্রতিপক্ষের জাল ভেদ করে। তবে হ্যান্ডবলের জোরাল আবেদন হলে দীর্ঘক্ষণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে আলোচনার পর হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।
অবশেষে ২৮ তম মিনিটে দলকে এগিয়ে নেন সেই রাফিনহা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। ৬৮ মিনিটের মাথায় তার চোখজুড়ানো শটে গ্যালারি প্রকম্পিত হয় যেন।
এদিন ব্রাজিল যেন গোল উৎসবে মাতে। ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন অতিরিক্ত সময়ে খেলতে নামা অ্যান্টনি। এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এক হালি পূর্ণ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করে ব্রাজিল।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) লা কাসাব্লাঙ্কায় ব্রাজিলকে রুখে দিয়েছিল ইকুয়েডর।
২০১৫ সালের অক্টোবরে সান্তিয়াগোতে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারের মুখ দেখেছিল ব্রাজিল। এরপর সময় গড়িয়ে ব্রাজিলের জয়যাত্রায় ফাটল ধরাতে পারেনি কেউ। বাছাইয়ে ৩১ ম্যাচ অপরাজিত সেলেসাওরা।
জয়নিউজ/পিডি