‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮।
এ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কুতুবদিয়ার ইউএনও মনোয়ারা বেগমের নেতৃত্বে র্যালি বেরা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা।
ইউএনও মনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এসএম সুলতান আরাকে পুরস্কার তুলে দেন ইউএনও।
জয়নিউজ