সপ্তমধাপের ইউপি নির্বাচনে সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হচ্ছে।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১৪৫ কেন্দ্রের ৬৭১টি বুথে ভোটগ্রহণ শুরু হয়।
উপজেলায় ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।
সপ্তম ধাপে সাতকানিয়া ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে
এদিকে নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও ভোটের দিন ১৬টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়া দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব এবং এক প্লাটুন ব্যাটালিয়ন আনসার মাঠে রয়েছেন।
জয়নিউজ/পিডি