সাতকানিয়ার ১৬ ইউপিতে চলছে ভোটগ্রহণ

সপ্তমধাপের ইউপি নির্বাচনে সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হচ্ছে।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১৪৫ কেন্দ্রের ৬৭১টি বুথে ভোটগ্রহণ শুরু হয়।

- Advertisement -

উপজেলায় ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।

- Advertisement -google news follower

সপ্তম ধাপে সাতকানিয়া ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

এদিকে নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও ভোটের দিন ১৬টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

- Advertisement -islamibank

এছাড়া দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব এবং এক প্লাটুন ব্যাটালিয়ন আনসার মাঠে রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM