সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নলুয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রিকশাচালক জসিম উদ্দিনের ছেলে তাসিফ (১২) ও বাজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুর শুক্কুর।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বোর্ড অফিস কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আব্দুর শুক্কুর। পরে তাকে স্থানীয় আশ শেফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে বেলা ১২টার দিকে ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় কিশোর তাসিফ মাটিতে লুটে পড়লে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এর আগে খাগরিয়ায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পালটা ধাওয়ায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে ওই ইউনিয়নে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। পরে পুলিশ-বিজিবির বিপুল সংখ্যক সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়নিউজ/পিডি