সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে ৬১ শতাংশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবে সংক্রমণ কমলেও গত এক সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুহার। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত সপ্তাহে (৩১ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি) এর আগের সপ্তাহের তুলনায় দেশে করোনা সংক্রমণ কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ।

- Advertisement -google news follower

গত এক সপ্তাহে দেশে দুই লাখ ৯৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি- ৩০ জানুয়ারি) তিন লাখ ১৬ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ১৯৬ জন।

এরও পূ‍র্ববর্তী সপ্তাহে (১৭ জানুয়ারি- ২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়। আর গত ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১১ জন।

- Advertisement -islamibank

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। গত এক সপ্তাহে দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে, যা এর পূর্বের সপ্তাহে ছিল ১৪০ জন। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭১টি করোনার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এতে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM