নগরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজির। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। এসব বাজারে প্রতিকেজি টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, গাজর ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়ার ৪০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপের ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা। দেশি আদার কেজি ৬০ টাকা।
এছাড়া বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
মাছের বাজারে প্রতিকেজি তেলাপিয়া ১৪০ থেকে ১৫০ টাকা, কাতলা ২৪০ থেকে ২৬০ টাকা, রুই ২৩০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, চিংড়ি ৬শ এবং ইলিশ ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে ব্রয়লার মুরগি ১৫০ টাকা, সোনালী ৩শ টাকা, লেয়ার ২৫০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
জয়নিউজ/হিমেল/পিডি