চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত ২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। গতবার অটোপাসে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। উচ্চমাধ্যমিকে ২০১৯ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি জানান, এ এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।
এছাড়া চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
জয়নিউজ/হিমেল/পিডি