চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে বেশ কিছুটা কমছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ২০৬ জনের করোনা শনাক্ত হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জন নগরের বাসিন্দা। বাকি ৩৮ জনের বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মোট ১ হাজার ৩৬০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
জয়নিউজ/পিডি