করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পার হলেই উল্লেখযোগ্য হারে অ্যান্টিবডি কমে যায় বলে উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায়। তবে বুস্টার ডোজ দেওয়ার পর ৫ গুণ অ্যান্টিবডি বেড়ে যায়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনা থেকে সুরক্ষা পেতে দুই ডোজ টিকাকে বাধ্যতামূলক ধরা হয়। তবে সম্প্রতি বিএসএমএমইউয়ের এক গবেষণায় উঠে এসেছে দুই ডোজ দেওয়ার ৬ মাস পর টিকাগ্রহীতার শরীর থেকে ৪২ শতাংশ অ্যান্টিবডি কমে যায়।
২২৩ জনের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়, টিকাগ্রহণের এক মাসের মাথায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি উপস্থিত। তবে ৬ মাথায় প্রায় ৭৩ শতাংশ মানুষের শরীর থেকেই এটি কমে যায়।
তবে বুস্টারের পরও অ্যান্টিবডি কমে যায় কিনা সে বিষয়ে গবেষণা চলমান রয়েছে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।
জয়নিউজ/পিডি