রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেন শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়।
এতে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ বলেছেন, ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়েছি।
এদিকে হামলার তৃতীয় দিনে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সেই সঙ্গে কিয়েভে শুরু হয়েছে ব্যাপক গোলাবর্ষণ। যদিও রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় দিনেই রাশিয়ার সেনারা দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে।