বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্যতেল সয়াবিনের দাম। খুচরা দোকানগুলোতে নেই পর্যাপ্ত তেলের সরবরাহ। তাই সকাল গড়িয়ে বিকেল হতেই পাল্টে যায় তেলের দামও। এছাড়াও অপরিবর্তিত থাকলেও অন্যান্য পণ্যের দাম বেশ ঊর্ধ্বমুখী। এমন অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে দিশেহারা সাধারণ ক্রেতারা।
শুক্রবার (৪ মার্চ ) সকালে রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
খুচরা বাজারে প্রতিলিটার খোলা সয়াবিন তেল ১৭০ টাকা, বোতলজাত সয়াবিন ১৮০ থেকে ১৯০, খোলা পামতেল লিটারপ্রতি ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে প্রতিকেজি শিম ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, আলু ১৫ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, শসা ৩০ টাকা, মরিচ ৩০ থেকে ৪০, চাল কুমড়া ৪০ থেকে ৫০, মুলা ২০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেলাপিয়া ১৬০ টাকা, রুই ২৪০ থেকে ২৬০ টাকা, কাতলা ২৮০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, পাঙ্গাশ ১৫০ টাকা, টাকা, কই মাছ ২২০ থেকে ৩০০ টাকা, ইলিশ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে ব্রয়লার ১৫৫ টাকা, কক ২৬০ ও দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি