প্রধানমন্ত্রী পদ্মাসেতুর রেলসংযোগ কাজের উদ্বোধন করলেন

পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পের নির্মাণকাজের (মাওয়া প্রান্ত) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নামফলক (মাওয়া) উন্মোচনসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন।

- Advertisement -

রোববার (১৪ অক্টোবর) সকাল সোয়া এগারোটার দিকে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

এ সময় উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-মন্ত্রী শাজাহান খান, সেনাবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাওয়া প্রান্তের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পদ্মাসেতুর শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে যাবেন। সেখান থেকেও তিনি পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন (জাজিরা প্রান্ত) এবং পদ্মাসেতুর নামফলক উন্মোচন করবেন। বিকালে প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়ীর ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM