নগরে আগামীকাল মঙ্গলবার থেকে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ।
বুস্টার ডোজ গ্রহণে কোনও এসএমএস প্রয়োজন হবে না। তবে সঙ্গে আনতে হবে টিকা কার্ড। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় নগরে দিনে ১০ হাজার মানুষকে বুস্টার ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সীরা দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর থেকে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। করোনা রোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়মিত কেন্দ্র ছাড়াও নগরের ৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
জানা গেছে, মঙ্গলবার বিশেষ টিকাদান কার্যক্রমে এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন ও পার্শ্ববর্তী অফিসার্স ক্লাব কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জিইসি কনভেনশন সেন্টারে কেন্দ্র চালুর পরিকল্পনা থাকলেও এখনও চূড়ান্ত হয়নি।
জয়নিউজ/পিডি