পরিবেশবান্ধব স্থান সিআরবিকে ধ্বংস করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলনকে অভিনন্দন জানান ম্যাগসেসে পুরস্কার পাওয়া এই পরিবেশবিদ।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নগরের সিআরবি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রামের সিআরবিতে সরকার যদি স্থাপনা নির্মাণের অনুমতি দেয়, তবে বেলা এ অনুমোদন চ্যালেঞ্জ করে আইনি প্রক্রিয়ায় লড়বে।
জনমতের প্রতি শ্রদ্ধা রেখে সরকার চট্টগ্রামের সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেন।
জয়নিউজ/পিডি