বিমান বাংলাদেশ এয়ারলাইনস কানাডার টরন্টোতে উদ্বোধনী ফ্লাইট শুরু করেছে। শনিবার (২৬ মার্চ) রাত ১০টা ৪৮ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে টরন্টোর উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি–৩০৫ ফ্লাইট টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রোববার পৌঁছাবে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফিরতি ফ্লাইট বিজি-৩০৬ সোমবার টরন্টোর স্থানীয় সময় সকাল ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হলেও টরন্টোতে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে পারেনি তারা। বোর্ডিং সিস্টেম অটোমেশন প্রক্রিয়ার কাজও অসম্পূর্ণ। এসব প্রস্তুতি না থাকায় টরন্টো গন্তব্যে বাণিজ্যিক ফ্লাইট শুরু করার জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জয়নিউজ/পিডি