ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৩ জনের নিহত হয়েছে। এ ঘটনায় ৮-১০ জনের মতো আহত হয়েছেন।
নিহত যাত্রীরা হলো পাইয়া উপজেলার মোজামা পাড়া গ্রামের শান্ত আশ্চার্য্য (২৩), কুমিল্লা সদর থানার রায়পুর গ্রামের ফয়সাল (২২) ও কুমিল্লা জেলার মুরাদনগর গ্রামের মোস্তফা (৫৫)। এছাড়া আরো কয়েকজন আহতও হয়েছেন।
আজ বুধবার দুপুর ১ টার দিকে ঢাকামুখী মিরসরাইয়ের বড় কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার (এএসআই) মোহাম্মদ জাকির হোসেন বলেন, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। মিরসরাইয়ের বড় কমলদহে এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
‘ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৮-১০ জনের মতো আহত হয়েছেন বলে জানান মোহাম্মদ জাকির।’’
এন-কে