শ্রীলঙ্কান ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এর মধ্যেই জানা গেছে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার ক্রিকেটার কামিল মিশারার বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -

আজ মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অবশ্য এর কারণ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি (ক্লজ ১) ভাঙার কারণে কামিল মিশ্রকে দেশে ফেরত পাঠানো হয়েছে।’

- Advertisement -google news follower

আজ দুপুরে লঙ্কান ক্রিকেটার কামিল ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে এবারই প্রথম শ্রীলঙ্কা দলে সুযোগ ডাক পান কামিল। তবে ১৮ জনের দলে জায়গা হলেও দুই টেস্টের একটিতেও একাদশে সুযোগ মেলেনি তাঁর।

এদিকে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৩৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। এর বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে থিতু হয়ে গেছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওসাদা ফার্নান্দো। বাংলাদেশি বোলাররা এখনো সফরকারীদের প্রথম জুটি ভাঙতে পারেনি।

- Advertisement -islamibank

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM