বেনাপোলে যাত্রীর পেটে পাওয়া গেল ৩ স্বর্ণের বার

ভারতে স্বর্ণ পাচারকালে বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশি যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

- Advertisement -

বুধবার (২৫ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) ও একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)। তাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে এ-০৩৫২৪৬১৯ ও এ-০০২৫৩৪৪৮।

বেনাপোলে দায়িত্বরত এনএসআই’র সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোস্ট ইমিগ্রেশনে যৌথ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্সরে করলে পেটে স্বর্ণের বার সাদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়।

- Advertisement -islamibank

পরে তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৫০ গ্রাম।

আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM