মিরসরাইয়ে অভিযানের সময় র‍্যাবের টহল দলের ওপর হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে র‍্যাবের তিন সদস্যের উপর হামলা করেছে স্থানীয় জনতা। এতে গুরুতর আহত হওয়া ২ জনকে হেলিকপ্টারে করে ঢাকা সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে ওভার ব্রীজের নিচে এ ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউচুপ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে আক্রমণ করে।

এসময় তারা র‍্যাব এর সাথে থাকা একটি প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) ভাংচুর করে এবং তাদের উপর আক্রমন করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ঘটনায় ২ জন র‍্যাব সদস্য আহত হন।

- Advertisement -islamibank

আহতদের মধ্যে কাউসার (২৯) ও মোখলেস (৩৩) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

র‍্যাবের সোর্স পারভেজ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM