বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।
১০৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১২ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ছিলেন ম্যাথুস ও চান্দিমাল।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শ্রীলঙ্কা শেষ করেছে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে। লিড নেওয়ার পথে ভালো অবস্থানেই আছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন দ্রুত রান তোলায় চোখ রাখবে সফরকারীরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশ চাইবে দ্রুত উইকেট।
এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান তোলে। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি।
এন-কে