বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে নিহত ২, আহত ৭

বান্দরবানের থানচিতে জীবননগরে পর্যটকবাহী একটি গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। হতাহতরা সকলে ঢাকার বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।

- Advertisement -

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার জীবননগর এলাকায় ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী কালো রঙের এক্সনুহা গাড়ি পাহাড়ের কয়েকশ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন পর্যটকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন হচ্ছে হামিদুল ইসলাম। অপরজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -google news follower

আহতরা হলেন- বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক ও চালক ফারুক। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পর্যটক মো. ওয়াহিদ ও আবদুল মালেক বলেন, আমরা সবাই ঢাকা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।

- Advertisement -islamibank

ঢাকা থেকে সহকর্মী একজনের ভাড়া গাড়িতে করে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে আমরা চালকসহ নয়জন ছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে একজন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

গাড়িতে থাকা আরও সাতজন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিল।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM