দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো অবস্থায় ৩ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশের টিম।
আজ মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হালদা নদীর মোহনা ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধারের পর পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়ার সাথে অভিযানে অংশ নেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান।
মিজানুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হালদায় মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় অসাধু মাছ শিকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌক্যাম্প যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে জব্দ করা ৩ হাজার মিটার সুতার ভাসান জাল রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার মৌখিক নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জয় নিউজ/টিটি