বিশ্বে একদিনে করোনায় মৃত্যুর শীর্ষে তাইওয়ান-শনাক্তে ফ্রান্স

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৮৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

- Advertisement -

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১৪ জুন) এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

গত একদিনে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জন। ফলে এ সংখ্যা নিয়ে মোট সুস্থতা দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৫৪৯ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে তাইওয়ানে। আর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। তাইওয়ানে নতুন করে ১৬৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন।

- Advertisement -islamibank

অন্যদিকে ফ্রান্সে নতুন করে ৭৯ হাজার ৩৯৭ জন শনাক্ত হয়েছে। তবে দেশটিতে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে ফ্রান্সে করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ এবং ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন।

গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়াতেও শনাক্তের হার বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ৭০ জন আক্রান্তের পাশাপাশি ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে ৪৫ হাজার ৬৬০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM