চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হানের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র।
বুধবার (২২ জুন) রাতে এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই স্ট্যাটাসে মো. আবু রায়হান উল্লেখ করেন, “আমার অফিসের মোবাইল নাম্বারটি ক্লোন হয়েছে। অনেকের কাছে ফোন করে টাকা চাচ্ছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।”
তার অফিসিয়াল সরকারি নাম্বারটি গতকাল বুধবার রাত ৯টার দিকে ক্লোন করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় থানায় একটি জিডি করার কথা জানালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।
জেএন/টিটি