পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে। সে অনুযায়ী, আরবি ১০ জিলহজ অর্থাৎ আগামী ৯ জুলাই হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা। খবর খালিজ টাইমসের।
আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মুসলমানরা ৯ জিলহজ আরাফাত দিবস পালন করে থাকেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। এক দিন আরাফাহ এবং অন্য তিন দিন ঈদুল আজহার।
জেএন/টিটি