গোয়েন্দাদের নিয়োগ দিচ্ছে টুইটার!

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক সদস্যদের ব্যাপক হারে নিয়োগ দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

- Advertisement -

টুইটারের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমটির নিরপেক্ষতা হ্রাস করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। খবর এপির।

- Advertisement -google news follower

সম্প্রতি প্রকাশিত একটি খবরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। শনিবার (২৫ জুন) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক সদস্যদের ব্যাপক হারে নিয়োগ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

প্রতিবেদনে আরো বলা হয়, এফবিআইয়ের সাবেক অনেক কর্মকর্তাই বর্তমানে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চপদে কর্মরত আছেন। আর এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ঝুঁকিতে আছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

- Advertisement -islamibank

বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৪৬৫ কোটি। দিনদিন বাড়ছে সেই সংখ্যা। একই সঙ্গে জোরালো হচ্ছে ব্যবহারকারীদের নিরাপত্তা রক্ষার বিষয়টি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে সরবরাহের ইস্যুতে এর আগেও কয়েকবার অভিযোগ ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে।

এদিকে টুইটারের পরিচালনা পর্ষদ ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের আবেদন অনুমোদন করেছে। টুইটারের বিনিয়োগকারীরাও যাতে ভোটের মাধ্যমে চুক্তিটির অনুমোদন দেয় সে অনুরোধ জানিয়েছে তারা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM