নগরীর পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত ২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক কাজের বুয়াকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুন) রাতে জেলার আনোয়ারা উপজেলার বটতলী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাবিয়া খাতুন ঐ এলাকার আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডস্থ ৬নং রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় বুয়ার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে উক্ত বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের ১ টি গলার হার, ১ টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে কাজের বুয়া মাবিয়া খাতুনকে বিবাদী করে থানায় একটি মামলা ( নং ১৭/১০৮) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীকে গ্রেফতারে মাঠে নামে। মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী থেকে চোরাইকৃত ২ ভরি স্বর্ণালংকারসহ কাজের বুয়া মাবিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জেএন/এমআর