‘আজকে আমার মন ভালো নেই’র নেপথ্য গল্প

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই এখন চোখে পড়বে অনেকেই কমেন্টে কিংবা পোস্টে লিখছেন, ‘আজকে আমার মন ভালো নেই’। নেটিজেনরাও এই বহুল আলোচিত প্রাঙ্ক কলটি নিয়েছেন বেশ মজার ছলে। আর সেই বহুল আলোচিত প্র্যাঙ্ক কলের পেছনের গল্পটিও এখন চলে আসছে সামনে।

- Advertisement -

মূলত নিজের ইউটিউব চ্যানেলের জন্য ওয়েব সিরিজ তৈরি করছিলেন কাজী হান্নান আহমেদ উৎস ও তার টিম।

- Advertisement -google news follower

শুটিং শেষে সবকিছু গুছিয়ে আনার পর দেখলেন একটি এপিসোডের কাজই হয়নি। খুব আশা নিয়ে সুন্দর একটি কনটেন্টের কাজ শেষ করার পর যখন এমন বড় অপূর্ণতা থাকে, তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা। কাজী হান্নান উৎসেরও তাই হয়েছিল।

সেই খারাপ মনকে ভালো করতে দুষ্টুমির ছলে তার পার্টনার ও ফুফাতো ভাই ফাহাদ বিন ওয়াহিদ সাকিফকে নিয়ে তৈরি করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অডিও কন্টেন্ট ‘আজকে আমার মন ভালো নেই’।

- Advertisement -islamibank

এই এক অডিও কনটেন্ট যে শুধু তার নয়, আর লাখো মানুষের মন ভালোর কারণ হবে, কে জানতো তা?

অডিও কনটেন্টটি মাত্র অল্প কয়েকদিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু চট্টগ্রাম কিংবা রাজধানী ঢাকায়ই নয়। দেশ পেরিয়ে ভারতসহ বিদেশে বাংলা ভাষাভাষীদের কাছেও পৌঁছে যায় তা।

২৬ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর কাজী হান্নান প্র্যাঙ্ক কলটির বিষয়ে বলেন, ‘আমি একটি ওয়েব সিরিজ নির্মাণ করি।

১৫ এপিসোডের এই সিরিজটির নাম ‘ডরাই ল্যেবু’। সিরিজটি শুরু করছি একদম পেছনের এপিসোড থেকে। যখন প্রথম এপিসোডে আসি, তখন জানতে পারি আমরা মাঝের একটি এপিসোডের শুটিং করিনি। অনেক প্রেসারের কারণেই হয়তো হয়নি। ’

তিনি বলেন, ‘আমাদের সবাই প্রফেশনাল ছিল না।এটা আমাদের প্রথম কাজ, কিন্তু একটা ভালো কাজ হবে। তো যখন মাঝের এপিসোড বাদ যাওয়ার বিষয়টি জানতে পারি তখন মনটা খারাপ হয়ে যায়। বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে। সেই সব জায়গায় আবার যাওয়া অনেক কষ্ট। এ কারণে সেই সময় আমার মন ভালো ছিল না। কাজিনকে তখন বলি, ভাই, আজকে আমার মন আসলেই ভালো নেই। ’

কাজী হান্নান বলেন, ‘আমার কাজিন তখন আমাকে বলে, তো এখন কি করবি? কষ্ট করে আবার শুটিং করতে হবে, এই আর-কি। আচ্ছা, তাহলে চলো একটা অডিও বানাই। তাহলে মন ভালো হয়ে যাবে। তখন স্ক্রিপ্টের বিষয়ে জানতে চাই। তো এর আগে আমরা কখনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করিনি। শুধু টপিক ধরে কাজ করতাম। বিপরীত মানুষটি কথা বলতো, সেই অনুযায়ী জবাব দেয়া হতো। এরপর আমরা ‘আজকে আমার মন ভালো নেই’ টপিকে অডিও করি। ’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM