আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তার।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’
আওয়ামী লীগে একসময়ের প্রভাবশালী নেতা মুকুল বোস। দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল তার।
এক-এগারোর পর সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান মুকুল বোস। এরপর দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি।
এক-এগারো পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে মুকুল বোস পদ হারান। ২০১২ সালে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনের পর গঠিত কেন্দ্রীয় কমিটিতেও জায়গা পাননি মুকুল।
দলের ২০তম কাউন্সিলের পর ২০১৭ সালের ৩১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
জেএন/এমআর