সিজেকেএস (স্টেডিয়াম) শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির বিশেষ সাধারণ সভা-২০২২ আজ রবিবার (৩ জুলাই) দুপুর ২ টায় কাজীর দেউড়ী, নূর আহম্মদ রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিজেকেএস (স্টেডিয়াম) শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও মো: শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও সিজেকেএস (স্টেডিয়াম) শপিং কমপ্লেক্স ব্যবস্থাপনা উপ কমিটির আহ্বায়ক মো: হাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী , যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, সিজেকেএস (স্টেডিয়াম) শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো: ইরফান আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম, বাংলাদেশ মোজাইক মার্কেট সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি এস এম শামসুদ্দিন প্রমুখ।
জেএন/এমআর