এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন করে আরও দুই হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। আজ বুধবার শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। শিক্ষা মন্তণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ এমপিওভুক্তি চূড়ান্ত হয়।

এদিকে, আজ সকালে প্রধাবমন্ত্রী শেখ হাসিনাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন।

- Advertisement -islamibank

সর্বশেষ ২০১৯ সালে ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে দুই হাজার ৬২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ছাড়পত্র পায়।

বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৯১০টি। এর মধ্যে স্কুল ১৮ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি, মাদ্রাসা সাত হাজার ৬১৮টি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM