সাতকানিয়াসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদের আমেজ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

- Advertisement -

শনিবার (৯ জুলাই) সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সাতকানিয়ার বিভিন্ন গ্রাম ছাড়াও লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতি এবং সীতাকুণ্ডের মাহমুদাবাদ, বারৈয়ারঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামসহ পাশের জেলাগুলোর শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী ঈদুল আজহা উদযাপন করছেন।

এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরাও ঈদুল আজহা উদযাপন করছেন, কোরবানি দিচ্ছেন।

- Advertisement -islamibank

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হযরত মাওলানা মোখলেছুর রহমান (রা.) ২০০ বছর আগে এ নিয়ম চালু করেন। তাঁর মুরিদান সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বিগত ২০০ বছর ধরে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM