এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিদায়ী প্রেসিডেন্টকে

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পর এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো তার বড় ভাই শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে। টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

আগামীকাল বুধবার ক্ষমতা ছাড়বেন গোতাবায়া। তার আগেই সম্ভাব্য গ্রেফতার এড়াতে তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

- Advertisement -google news follower

বিমানবন্দরের কর্মীদের অসহযোগিতার কারণে গোতাবায়া একাধিক ফ্লাইট মিস করেছেন বলে জানা গেছে।

এদিকে, এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আকাশপথে দেশ ছাড়তে ব্যর্থ হওয়ায় গোতাবায়া এখন নৌবাহিনীর সাহায্যে সমুদ্রপথে দেশ ছাড়তে চান।

- Advertisement -islamibank

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোতাবায়া সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করছেন। তার ভাই দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

হাজার হাজার বিক্ষোভকারী সম্প্রতি ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে। তার কয়েক ঘণ্টা আগেই বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গোতাবায়াকে।

জেএন/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM