দেশের কিংবদন্তী শিল্পীদের একজন আইয়ুব বাচ্চু। অসংখ্য তরুণ শিল্পীর আদর্শও তিনি। আবার অনেকের কাছে প্রেরণার নামও আইয়ুব বাচ্চু। গুণী এ শিল্পীর অনুপ্রেরণায় সঙ্গীতভুবনে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই। তাঁদেরই একজন প্রতীম গুপ্ত।
মোশন ইউনিভার্সে ব্যান্ডের লিড গিটারিস্ট প্রতীম। আইয়ুব বাচ্চুকে দেখেই তাঁর লিড গিটারিস্ট হয়ে উঠা। এ ব্যান্ড তারকার সঙ্গে চমৎকার একটি সম্পর্কও রয়েছে তাঁর। অনুপ্রেরণার সেই মানুষটিই একদিন চমকে দিলেন প্রতীমকে!
ঘটনাটা শোনা যাক প্রতীমের মুখেই- গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার বেঙ্গল স্টুডিতে আমাদের দলের রেকর্ডিং ছিল। সকাল ১০টার দিকে রেকর্ডিং শুরু হয়। সেখানে হোস্ট ছিলেন বাচ্চু ভাই।
প্রোগ্রামটিতে মোশন ইউনিভার্স নিজেদের তিনটি গান করে। প্রথম গানটি ছিল ‘অনুভূতির চার দেয়ালে’, পরেরটি ‘জড় মানব’ শেষ গানটি ছিল ‘আত্মহত্যা’।
শেষ গানটিতে আমার পারফরম্যান্সে বাচ্চু ভাই ভীষণ খুশি হন। গান শেষ হতেই বাচ্চু ভাই ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর শুধু একটি কথাই বললেন- ‘আমি চাই তুই অনেকদূর যা’।
জয়নিউজ প্রতিবেদকের সঙ্গে ফোনে আলাপচারিতার এ পর্যায়ে প্রতীমের কণ্ঠটা একটু অন্যরকম ঠেকল। চোখের আড়ালে থাকলেও বুঝতে সময় লাগল না, এটা কষ্টের কণ্ঠ। কৃতজ্ঞতার কণ্ঠ। প্রিয়জন হারানোর কণ্ঠ।
নিজেকে সামলে প্রতীম বললেন, কখনো ভাবিনি ওই দেখাটাই বাচ্চু ভাইয়ের সঙ্গে শেষ দেখা হবে। বাচ্চু ভাই এত তাড়াতাড়ি চলে গেলেন মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে।
প্রসঙ্গত, বেঙ্গল স্টুডিওতে মোশন ইউনিভার্সের রেকর্ড করা সেই প্রোগ্রামটি ১০ আগস্ট আরটিভিতে সম্প্রচার করা হয়েছিল।