ভারতের নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির এক দম্পতির দুই ট্রলি ব্যাগ থেকে উদ্ধার রা হয়েছে ৪৫টি পিস্তল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে প্রকাশ করা হয়, পিস্তল বহনের দায়ে ভারতীয় এ দম্পতিকে বুধবার (১৩ জুলাই) গ্রেফতার করে কাস্টমস কর্মকর্তারা।
অস্ত্রগুলো নকল না আসল তা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর সন্ত্রাসদমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।
গ্রেপ্তারকৃত দম্পতি হলেন জগজিৎ সিং এবং জাসিন্দার কৌর। ১০ জুলাই ভিয়েতনাম থেকে তারা ভারতে ফেরেন। জগজিৎ সিংয়ের দুটি ট্রলি ব্যাগে এসব পিস্তল রাখা ছিল। তার দাবি, ট্রলি ব্যাগ দুটি তাকে দিয়েছেন তার ভাই মানজিৎ সিং।
এই অস্ত্রগুলোর মোট মূল্য আনুমানিক ২২ লাখ ৫০ হাজার রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত দম্পতি স্বীকার করেছেন, এর আগে তারা তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছেন।
জেএন/পিআর