দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার করে ৮টি অবৈধ জাল জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকা হতে এসব অবৈধ জালগুলো জব্দ করে পুলিশ।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হালদা নদীতে অভিযান পরিচালনা করে আট হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।
নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএন/পিআর