ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ২৬ বছর বয়সী এক গৃহবধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ শনিবার (১৬ জুলাই) উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাটের দক্ষিণ পাশে কোর্টবাড়িয়া এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধুর নাম শারমিন আকতার। সে একই উপজেলার উত্তর শৈলকোপার আবু তাহেরের স্ত্রী। আহতরা হলেন নিহত গৃহবধুর মেয়ে মেয়ে চম্পাকলি (১১) ও ছেলে মোবারক হোসেন (৯)। তবে আহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাপের বাড়ি থেকে ছেলে মেয়েদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে শশুড় বাড়িতে যাচ্ছিলেন গৃহবধু শারমিন। অটোরিকশাটি ফটিকছড়ি গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাটের দক্ষিণ পাশে কোর্টবাড়িয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

- Advertisement -islamibank

এতে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে গৃহবধু শারমিনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পিকআপ চালক মোহাম্মদ হাসেমকে আটক করা হয়েছে বলে জানায় ভুজপুর থানার ডিউটি অফিসার এস আই মোরশেদ। তিনি জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM