প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাবি উপাচার্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

- Advertisement -

রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর উইম্যান, জেন্ডার অ্যান্ড পলিসি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

আগামী ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্স উদ্বোধন করবেন বলে আশ্বস্ত করেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান।

গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদজ্ঞাপন করে প্রস্তাব গৃহীত হয়। আজকের সাক্ষাতে এ ধন্যবাদজ্ঞাপন পত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন উপাচার্য।

- Advertisement -islamibank

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়া বার্ষিক সিনেট অধিবেশনে পদ্মা সেতুর জন্য গৃহীত ধন্যবাদজ্ঞাপন পত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি।

তিনি আরও বলেন, সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীকে এসব বিষয় সম্পর্কে জানিয়েছি। এ ছাড়া টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।

জেএন/এএম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM