পটিয়ায় আগুনে ৬টি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে আগুনে ছয়জনের ৬টি কাঁচা বসতঘর ভস্মীভূত হয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

- Advertisement -

সোমবার (১৮ জুলাই) রাত ১২টার সময় হুলাইন ৩ নম্বর ওয়ার্ডের মৌলভী আছাদ আলী বাড়িতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই বাড়ির আবদুল খালেক, আলমগীর, আবু বকর, মনসুর, ইলিয়াস ও হাফেজ আহমেদের মালিকানাধীন ৬টি কাঁচাঘর পুড়ে গেছে। এসময় ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করে ফায়ার সার্ভিস।

- Advertisement -islamibank

পটিয়ায় ফায়ার স্টেশনের অফিসার সাইদুল ইসলাম আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কোন হতাহত না হলেও ৬টি কাঁচাঘর ভস্মিভুত হয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM