সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

তিনি জানান, দুপুর ১২টার দিকে ছাত্ররা রেল লাইন থেকে চলে গেছেন এবং এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

- Advertisement -google news follower

নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা জানান, আপের ট্রেন সকাল পৌনে ৯টা থেকে বন্ধ ছিল। ১২টা ২৫ মিনিট থেকে আবার চলাচল শুরু হয়। তবে ডাউনের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুরা ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন আটকে দিলে সকাল পৌনে ৯টা থেকে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

- Advertisement -islamibank

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকেট দেওয়া হয়। এটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিংসহকারীদের বাকবিতণ্ড হয়। পরে বিক্ষুব্ধ হয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র ৪ মিনিটের মাথায় জানানো হয় সবঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ টিকিট শেষ হয়ে গেছে। এতে হতবাক হন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, মাত্র চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষা দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়ে। এ জন্য তারা রেল লাইন অবরোধ করে।

জেএন/এএম

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM