চট্টগ্রামের বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের একজন মারা গেছেন।
গত রবিবার ( ১৭ জুলাই) তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সাত দিনের মাথায় আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মনির আহমদ (৫২)।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বাঁশখালীর সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে জানায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
এর আগে গত (১৬ জুলাই) শনিবার রাতে কাথরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বিরোধের জেরে একপক্ষ দোকান ভাঙচুর ও মালামাল লুট করে।
পরদিন রবিবার সকালে দক্ষিণ বাগমারার ঘাট্টি ফকির মাজারের দক্ষিণ পার্শ্বে জামে মসজিদের সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমবেশি আহত হন।
এদের মধ্যে মনির আহমদসহ গুরুতর চারজনকে চমেকে ভর্তি করা হয়। আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির আহমেদের মৃত্যু হয়।
জেএন/পিআর