ফের বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে তৃতীয় দফায় আবারও অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত তিন দিনে প্রায় ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এ নদীটির পানি।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (২৫ জুলাই) শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

- Advertisement -google news follower

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান জানিয়েছেন, গত শনিবার (২৩ জুলাই) থেকে তৃতীয় দফায় যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সোমবার (২৫ জুলাই) যমুনা নদীতে পানি বৃদ্ধির হার অনেকটা বেশি। একই সময়ে নদীর শহর রক্ষাবাঁধ ও কাজীপুর মেঘাই ঘাট দুটি পয়েন্টেই যথাক্রমে ৩০ ও ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী অমাবস্যা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম চলছে, ফলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তবে বৃদ্ধির হার বেশি। যমুনা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে থাকায় এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

- Advertisement -islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM