হাটহাজারী সরকারি কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী সরকারি কলেজের ২শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। হাটহাজারী সরকারি কলেজের ওই দুই শিক্ষার্থী হলেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও নূর হোসেন শাওন।

- Advertisement -google news follower

হাটহাজারী কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেছিলেন, এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে দুজন হলেন মাসুদ ও শাওন। কলেজের শিক্ষার্থী হলেও তারা বাবা চাকরির সূত্রে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়।

- Advertisement -islamibank

চবি ছাত্রলীগের নেতার আওতায় তারাও যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে। ১৭ জুলাই মূলহোতা আজিমের নেতৃত্বে শাওন এবং মাসুদও যোগ দেয় ছাত্রী হেনস্তায়। ২২ জুলাই তাদের গ্রেফতার করে র‌্যাব-৭। মঙ্গলবার তাদের রিমান্ডের শুনানি।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM