দেশে এখন ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। ফলে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা টিকা নিতে পারছেন।
এদিকে ১২ বছরের কমবয়সীদেরও টিকার আওতায় আনার নানা আলোচনা চলছিল ঈদের আগে থেকেই। এবার সে আলোচনার অবসান ঘটতে যাচ্ছে।
সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ৫ বছর থেকে শুরু করে ১২ বছরের কম বয়সী সব শিশু শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন নেওয়ার জন্য শিশুদের সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধনও করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) মাউশি সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। মাউশির মহাপরিচালক পদে রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী এতে সই করেছেন।
মাউশি’র আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সরকার ৫ থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন) বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১২টি শর্ত ও নির্দেশনা প্রতিপালন করতে হবে।
আদেশটি প্রসঙ্গে ব্যবস্থা নিতে মাউশির সব অঞ্চল এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে। পাশাপাশি মাউশি সচিবসহ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা, মাউশির সাধারণ প্রশাসন শাখার প্রশাসনিক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
যদিও এখনো ভ্যাকসিন প্রয়োগের দিনক্ষণ নিয়ে কোনো ঘোষণা আসেনি।
জেএন/পিআর